Saturday, October 25, 2014

4k film making or Full HD film Making.

একটি কাজ এখন খুভ বেড়ে গেছে, সেটা হল আমাদের দেশে Sony NXCAM, Canon EOS C500, C100, C300, SONY PMW-F55, Red 4k camera diye shooting koreo, তার পরে সেইটা আবার তারা এডিটিং প্যানেলে ফেলে 2K Resolution এ নিয়ে আসে, কয়েক জনকে বলতে শুনলাম, আমাদের বেশীর ভাগ সিনেমা হলে নাকি 4K Resolution এর প্রোজেক্টর নেই। তাই তারা নাকি সিনেমা হলে সিনেমা গুলি প্রচার করার জন্য 2k Resolution এ Output দেয়।



4k Resolution এর প্রোজেক্টর যদি নাই থাকে তবে তা 4K Resolution দিয়ে শুটিং করে লাভকি, এতে তো অনেক টাকার খরচ হচ্ছে, এতে করে সিনেমার বাজেট বারছে,
যদি 2k Resolution এর Output ই দিতে হয়, তবে আমরা কেন এতো টাকা খরচ করে 4k Resolution এ শুটিং করি। এটাকি টাকার অপচয়না? নাকি ফিল্ডে ভাব মারার জন্যই এই দামি দামি নামকরা Camera দিয়ে সিনেমার সুটিং করি?





যদি 2K Resolution এই সিনেমা হলে প্রদর্শন করতে হয়, তবে কেন এই বড় বড় Camera ব্যবহার করেন? Full HD 1920x1080 Resolution এর কাছা কাছি কিন্তু 2k 2048 × 1080 Resolution, তো আমরা কিন্তু অল্প বাজেটে ক্যামেরা কিনে শুটিং করতে পারি, যেহেতু এখন সিনেমা হল গুলোতে 4k Resolution এর প্রদর্শনের তেমন সুযোগ নেই।
এতে করে অল্প বাজেটে ফিল্ম মেকিং সম্ভব। অনেক বড় বড় ফিল্মেই কিন্তু DSLR এর ব্যবহার দেখা যায়, এদের Full HD 1920x1080 Resolution, পরে তারা এডিটিং প্যেনেলে ফেলে তা 2k 2048 × 1080 or 4K 4096 x 2160 Resolution এ Output দেয়। এটা নিখুত করার জন্য তারা ভিবিন্ন সফটওয়ারে ব্যবহার করে, এর মধ্যে Magic Bullet Suite, Red Gain বিশেষ ভাবে উল্লেখ যোগ্য।
এই After Effect, Sony Vegas Pro, Magic Bullet Suite, Red Gain, Software গুলোর ব্যবহার শিখা দরকার। কারন এই Software গুলো দামে সস্থা, কিন্তু ভয়াবহ দরনের কাজ করতে সক্ষম, আমরা Hollywood, Bollywood follow করি, কিন্তু তাদের Technical কেউ Follow করিনা। সেই জন্যই আমরা তাদের মতো ভালো করতে পারছিনা।



শুধু শুধু আমাদের দেশের বাজেটের দোষ দিয়ে লাভ কি ? আস্ত সুটিং ইউনিট নিয়ে এতো টাকা খরচ করে বিদেশে না গিয়েও কিন্তু বিদেশী Location অনেক সহজেই ব্যবহার করা যায়, এর জন্য 3D camera Tracker, Motion Tracker এর ভালো ধারনা এবং ভালো Story Board করা থাকলেই হয়।
এতে করে আস্ত শুটিং ইউনিট না নিয়ে মাত্র ৪-৫ জন ক্রু নিয়ে গেলেই হয়। তাতে ফিল্মের বাজেট ও অনেক কমে যায়। ভালো location ও সজেই পাওয়া যায়। পরে এই সিনারি গুলই অন্য ফিল্মে ব্যবহার করা যায়। Hollywood, Bollywood, Tollywood এ ও কিন্তু একি সিনারি বার বার ব্যবহার করা হয়, আমরা তাদের উপস্থাপনার কারনে তেমন একটা লক্ষ করতে পারিনা, একটু খেয়াল করলেই তা বুজতে পারবেন।
ভালো ফিল্ম ম্যকার হতে গেলে আমার মনে হয় অনেক বেশি বেশি ফিল্ম দেখা উচিৎ, এবং ভালো ভাবে সিনেমার গল্প পরে তা নিয়ে গবেশনা Story Board তৈরি করা উচিৎ। আমাদের দেশের প্রায় ৯০% ফিল্মের ম্যকিং এ কিন্তু Story Board করা হয়না, যা হয় তা location এ গিয়ে ডাইরেক্ট shoot করা হয়। তাই পরে অনেক সময়েই দেখা যায় Full film e সিনারার পরের সিনে কোন মিলনেই। চিট্টনাট্ট ভালো হলে, যদি ভালো Story Board না থাকে তবে সিনেমার শুটিং এ তেমন ভালো ফলা ফল আশা করা যাবেনা। তাই আমাদের Story Board এর দিনে লক্ষ করতে হবে।
শুধু শুধু ভালো Camera ব্যবহার করলেই ভালো Film হয়না, একটি ভালো Film এর জন্য ভালো সিনেমা নলেজ, গল্প, ভালো চিট্টনাট্ট থাকা দরকার।



সিনেমা নলেজ, গল্প, চিট্টনাট্ট ভালো Story Board থাকলেই একটি ভালো সিনেমা তৈরি করা যায়।
এর জন্য দামি Camera এর কোন প্রয়োজন নাই। মনে রাখবেন সিনেমার পেছনের খবর কেও জানতে চায়না, তারা সিনেমা হলে পর্দায় যা দেখে তাতেই বিবেচনা করে। Tobe 4k is 4k e.
যাক অনেক কথাই লিখে ফেলেছি, আর না লিখাই ভালো। এটা শুধু মাত্র আমার মতামত। জেতুটুকু জানতে পেরেছি, তা থেকে কিছুটা শেয়ার করলাম। ভুল ত্রুটি থাকতেই পারে, সে জন্য ক্ষমা চাচ্ছি।




Act of Valor " Workflow and Post Production




Tag: bdfilmtips, filmtips, film tips, film information, what Pixel, what resolution, 2mm film, bd film making, FDC, BFDC, Bangla Film making, cinema tips, camera rental, 4k editing, 4k cinema, 4k film, 2k film, 2k cinema, bangladeshi film, bd film, camera tips, tutorial, bangla film news,  

0 comments:

Post a Comment